সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আহবায়ক জাকারিয়া ভুঁইয়া, যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান, শাহ্ জালাল, সাইফুল ইসলাম জিকু, রবিউল ইসলাম প্রধান, ফয়সাল প্রধান, আরিফুল ইসলাম রাজ, বায়োজিদ , মাসুদ রানা বাবু, সিফাত আদনান, আলমগীর হোসেন খাঁন, সফিকুল ইসলাম শফিক, ফরহাদ আহমেদ তুহিন, তাইজুল ইসলাম, সাজ্জাদ হোসাইন নাঈম, আরিফুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, সদস্য শাকিল আহমেদ , আবু তাহের রিফাত বাবু, জাফর আহমেদ তুষার, নাজমুল হক। গত ২৫ মার্চ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক সজিব আহবায়ক কমিটির কাগজে স্বাক্ষর করেছে। নতুন আহবায়ক কমিটিকে ষাট (৬০) দিনের মধ্যে সোনারগাঁয়ে ছাত্রদলের অন্য সকল ইউনিটের কমিটি করে কাগজ জমা দিতে বলা হয়েছে।