আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে গৃহবধূ অপহরণের দায়ে মামলা

: সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে এক গৃহবধূ অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

অপহরণের ১২ দিন পর মঙ্গলবার (২ জুলাই) সকালে অপহৃতের বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন।

সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজহারে গৃহবধূর বাবা মোয়াজ্জেম হোসেন উল্লেখ করেন, উপজেলার উলুকান্দি গ্রামের মুজিবুর রহমানের ছেলে শাহজালালের সাথে তার মেয়ে মুন্নি আক্তারের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়ের পূর্ব পরিচিত খুলনার সোনাডাঙ্গা করিমনগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে রাহাদুল ইসলাম রাহাদ বিয়ে প্রস্তাব দিয়ে আসছে। তার মেয়ের বিয়ে হওয়ার কারণে ওই প্রস্তাব প্রত্যাখান করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৯ জুন বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মোবাইল কিনতে গেলে রাহাদুল ইসলামের নেতৃত্বে ৩-৪ জনের একটি দল মুন্নিকে মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ দিন খোজাখুজির পর মঙ্গলবার সকালে অপহৃত মুন্নির বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন জানান, গৃহবধুকে অপহরণের অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। গৃহবধুকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।