সোনারগাঁ উপজেলার সুখেরটেক এলাকায় ছফেদা বেগম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তার মরদেহ বাড়ির পার্শ্ববর্তী একটি বালুর মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার ছফেদা বেগমের সঙ্গে তার স্বামী তোফাজ্জল হোসেনের ঝগড়া হয়। পরে রাত ৮টার দিকে ছফেদা বেগম বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী বালুর মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ছফেদা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড নাকি অন্য কিছু তা তদন্তে বেরিয়ে আসবে।