আজ মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে গাড়ির চালকদের শরীরে পোড়া মবিল ছিটিয়ে দিয়েছে পরিবহন শ্রমিকরা

সোনারগাঁয়ে গাড়ির চালকদের

সোনারগাঁয়ে গাড়ির চালকদের

নিজস্ব  প্রতিবেদক:

‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহুত ৪৮ ঘণ্টার ধর্মঘট উপলক্ষে রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রধান প্রধান বাসস্ট্যান্ডগুলোতে পরিবহন শ্রমিকরা তান্ডবলীলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময় তারা মহাসড়ক অবরোধ করে সব ধরনের যানচলাচল বন্ধ করে দেয় এবং গাড়ি চালকদের মুখমন্ডল, শরীর ও কাপড়ে পোড়া মবিল ছিটিয়ে দিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এদিকে সকাল থেকেই যানচলাচল বন্ধ থাকায় অসুস্থ রোগী ও পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এসআই) সাধন বসাক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকরা অবস্থান করছে। দূরপাল্লার কোন যানবাহন না চললেও ছোট ছোট যানবাহন চলছে। ধর্মঘটকে কেন্দ্র করে কাউকে গ্রেফতার করা হয়নি।

স্পন্সরেড আর্টিকেলঃ