সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার নব্য স্থাপিত জামপুর ইউনিয়নে মীরেরটেক পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যের বিরুদ্ধে মোটা অংকের টাকা নিয়ে মাদক মামলার ওয়ারেন্টেভুক্ত আসামী এমদাদুলকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান,উপজেলা সাদিপুর ইউনিয়নের গজারিপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে এমদাদুলকে ২৪৪ পিছ বিদেশী বিয়ার-সহ আটক করে র্যাব-১১।
ওই ঘটনায় এমদাদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় জামিন নিয়ে এমদাদুল হক আত্মগোপনে চলে যায়।সময় মতো আদালতে হাজিরা না হওয়ায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে।
ওয়ারেন্টভুক্ত আসামী এমদাদুলকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল বুধবার সন্ধ্যায় মীরেরটেক পুলিশ ফাঁড়ির এসআই রিয়াজ নোয়াগাঁও কৃষিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়া হয় মীরেরটেক পুলিশ ফাঁড়িতে। সেখান থেকে রাতে ৭০ হাজার টাকার বিনিময়ে এমদাদুলকে ছেড়ে দেয় পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ জানায় এটা এমদাদুল না ভুল বসতঃ তার বড় ভাই এনামুলকে আটক করা হয়েছে।সে জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
মীরেরটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এহসান জানান, ওয়ারেন্টের আসামী ধরা হয়েছে এরকম কোন তথ্য তার কাছে নেই।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, ওয়ারেন্টের আসামী গ্রেফতারের ঘটনাটি আমার জানা নেই।
অতিরিক্ত পুলিশ সুপার ( খ অঞ্চল) সাজিদুর রহমান জানান, এ বিষয়টি আমার জানা নেই।তবে যদি ওয়ারেন্টভুক্ত আসামী ছেড়ে দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।