আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ওষুধ ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত,জরিমানা

মাজহারুল ইসলাম: নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে নিষিদ্ধ ঔষুধ রাখার অপরাধে ৬টি ফার্মেসী ও থেকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহল আমিন রিমনের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ঔষধ তদারককারী কর্মকর্তা ফখরুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহল আমিন রিমন জানান,সরকারী আইন অমান্য করে নিষিদ্ধ ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০/৪১/৫১ ধারায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ভুঁইয়া ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা, বাবার দোয়া ফার্মেসীকে ৫ হাজার টাকা,ভাই ভাই ফার্মেসীকে ১ হাজার টাকা, অভি ফার্মেসীকে ১ হাজার টাকা,হুমাইয়া ফার্মেসীকে ১ হাজার টাকা ও জামান মেডিসিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জামান ফার্মেসী থেকে জানে আলম নয়ন নামের এক ভূয়া ডাক্তারকে আটক করে ৩০ হাজার টাকা অর্থদন্ড করে ছেড়ে দেওয়া হয়।