আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সোনারগাঁ থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) খোরশেদ আলম, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ এডভোকেট ছামছুল ইসলাম ভূইয়া, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ দেওয়ান, মোগড়াপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কমিউনিটি পুলিশিং সভাপতি গাজী মজিবুর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মেম্বার, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডার ছনিয়া আক্তার প্রমুখ।  অনুষ্ঠানে সোনারগাঁয়ে মাটির কাটা, বালু উত্তোলন, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এবারের  ওপেন হাউজ ডে  স্লোগান ছিলো মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার ।