আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে উত্যক্তে বাধা দেওয়ায় তরুনীকে পিটিয়ে আহত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দৈল্যেরবাগ গ্রামে গতকাল বৃহস্পতিবার বখাটেকে উত্যক্তে বাধা দেওয়ায় এক তরনীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় ওই তরুনী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা লিখিত অভিযোগে তরুনী উল্লেখ করেন, সোনারগাঁ পৌরসভার দৈল্যেরবাগ গ্রামের প্রতিবেশী কবির হোসেনের ছেলে আকাশ মিয়া দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছে। এতে সে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে পথরোধ করে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ইনসাফ ক্লিনিকে ভর্তি করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ