সোনারগাঁয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু কাইয়ুম (৩৩) কে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহষ্পতিবার ১২ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার ঝাউচর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আবু কাইয়ুম ওই এলাকার মহিউদ্দিনের ছেলে।
র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, আটক কাইয়ুম সোনারগাঁ থানাসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৭শ ৩০ পিস ইয়াকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।