সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রীদের ইভটিজিং করার সময় সোমবার (১৮ মার্চ) সকালে তিন বখাটে আটক করেছেন সোনারগাঁ থানা পুলিশ।
পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন বখাটেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান , সোনারগাঁ জিআর ইনিস্টিটিউশন স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রীদের ইভটিজিং করার সময় হাতেনাতে শাহীন, শিমুল ও আব্দুল্লাহ নামে তিন বখাটেকে আটক করা হয় ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার ভ্রামম্যান আদালত পরিচালনা করে আমিনপুর গ্রামের ছোবহানের ছেলে শাহিন ও দিঘীর পাড় গ্রামের মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহকে তিন মাসের এবং আমিনপুর গ্রামের মাঈন উদ্দিনের ছেলে শিমুলকে চার মাসের কারাদন্ড দিয়েছেন।