আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় চার জনকে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে ইভটিজিংয়ে বাধা

 সোনারগাঁয়ে ইভটিজিংয়ে বাধা

সংবাদচর্চা রিপোর্ট:

সোনারগাঁয়ে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় পিতাসহ চারজনকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। ২২ জুলাই রোববার সোনারগাঁ উপজেলার উলুকান্দি গ্রামে রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, সোনারগা উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের উলুকান্দি গ্রামের মো: দস্তগীরের মেয়ে ও স্থানীয় কাইকারটেক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছে  প্রতিবেশী ফারুক মিয়ার বখাটে ছেলে রিফাত। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বখাটে রিফাতকে কয়েকবার উত্ত্যক্ত না করার জন্য বাধা দেওয়া হয়। পরে গত রোববার আবারো উত্ত্যক্ত করার পর বাধা দিলে রাতে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে ফারুক মিয়া, ভাই সোহরাব মিয়া, ছেলে রিফাত মিয়া, ভাতিজা স্বপন ও আল আমিন সহ ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় রামদা, ছোড়া ও লাঠি নিয়ে হামলা চালিয়ে দস্তগীর, তার ভাই হাবিবুর রহমান, ভাগিনা রাজিব মিয়া ও তার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

আহতদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে হাবিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দস্তগীর মিয়ার ভাই আলমগীর হোসেন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোরশেদ আলম জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।