আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ইউপি সদস্যদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইলিয়াসদী গ্রামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন গ্রামবাসীরা। গতকাল মঙ্গলবার ইলিয়াসদী মসজিদের সামনে কয়েক শত মুসল্লী একত্রিত হয়ে বিক্ষোভ করেন।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য ও ইলিয়াসদী গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের সঙ্গে একই গ্রামের লিটন মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ বিরোধ চলছিল। গত ৭ সেপ্টেম্বর দুজনের মধ্যে বাকবিতন্ডা হওয়ার পর লিটন মিয়ার লোকজন আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তার ভাই জসিম উদ্দিনকে কুপিয়ে আহত করে লুটপাট চালায়। এ ঘটনার পরদিন আনোয়ার হোসেনের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে প্রতিপক্ষরা।

স্থানীয় মুসল্লীরা জানান, আনোয়ার হোসেন ইলিয়াসদী মসজিদের একজন সম্মানিত সভাপতি ও জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করায় তারা প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোরশেদ আলম জানান, মামলায় কারো নাম হয়রানীমূলকভাবে নথিভুক্ত হলে অভিযোগ দাখিলের সময় তদন্ত করে বাদ দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ