মাজহারুল ইসলাম: নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ইউনিক গ্রুপ নামের একটি শিল্প প্রতিষ্ঠানের হাত থেকে কৃষকদের কয়েক হাজার একর ফসলী জমি রক্ষা ও জোড়পূর্বক বালু ভরাটের প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ১০ গ্রামের শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।
এলাকাবাসী জানান,ব্যক্তি মালিকানাধীন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইউনিক গ্রুপ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর, ছয়হিস্যা, রতনপুর, ভবনাথপুর, জৈনপুর ও কান্দারগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার একর কৃষি জমিতে স্থানীয় রাজনৈতিক নেতাদের নেতৃত্বে ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃমাসুদুর রহমান মাসুম, এসপি আক্তার হোসেনের ভাই আফজাল,মোশারফ মেম্বার, জৈনপুরের নোয়াব হোসেন, খোকন,ছয়হিস্যা গ্রামের আলমগীর মেম্বার ও পৌরসভার শাহিন-সহ একটি প্রভাবশালী মহল গত কয়েকদিন ধরে জোড়পূর্বক বালু ভরাট করছে।
শিল্প প্রতিষ্ঠানের হাত থেকে ফসলী জমি রক্ষা ও অবৈধ ভাবে জোড়পূর্বক বালু ভরাটের প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ১০ গ্রামের শত শত নারী-পুরুষ মানব বন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেছে। কৃষক ও বিক্ষোভ কারীরা জানান,শত শত কৃষকের বেচে থাকার এক মাত্র অবলম্বন তাদের ফসলী জমি। ভূমি দস্যুরা এ ভাবে জোড়পূর্বক ভরাট করতে থাকলে আমাদের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে।প্রতিষ্ঠানটির আগ্রাসন থেকে কৃষি জমি রক্ষা করতে প্রশাসনের মাধ্যমে প্রতিকার চাই।
এ ব্যাপারে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃমাসুদুর রহমান মাসুম জানান,আমি সাধারন জনগনের উর্ধে নই,ইউনিক প্রোপার্টি ডেভলপমেন্ট কোম্পানির মালিক নুর আলী সাহেব তার ক্রয়কৃত জমিতে বালু ভরাট করছেনতবে পার্শ্ববর্তী কৃষকের জমিতে বালু গেলে কৃষক জমি বিক্রি না করে থাকলে অবশ্যই সে বালু কোম্পানির খরচে অপসারন করা হবে।