সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আজ নারায়ণগঞ্জ-৩( সোনারগাঁ) আসনে নৌকা প্রতীকের প্রত্যাশায় মনোনয়নপত্র কিনেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। শেষ খবর পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ ৩ আসনে ২ জন দলীয় মনোনয়ন কিনেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ২৯ নভেম্বর।