সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী নয়নকে গ্রেফতার করেছে পুলিশ৷ সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সোনারগাঁয়ের গোহাট্টা এলাকা সোনরাগাঁ থানা পুলিশ তাকে গ্রেফতার করে ৷
জানা গেছে নয়ন বন্ডের নামে অস্ত্র ডাকাতিসহ ১২ মামলার রয়েছে। গ্রেফতারকৃত নয়ন সোনারগাঁয়ের গোহাট্টা এলাকার জাকিরের ছেলে৷
এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় রয়েছে নয়ন ৷তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ অন্যান্য থানায় অস্ত্র ও ডাকাতি মামলাসহ সর্বমোট ১২টি মামলা রয়েছে৷’