সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিএনপির সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পুত্র ওয়াহিদ ইবনে রেজা স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবি ‘সারভাইভিং ৭১’ নির্মাণ করছেন। তাতে কণ্ঠ দেবেন অভিনেত্রী জয়া আহসান এবং জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ওয়াহিদ ইবনে রেজা সনি পিকচার্চের সহযোগী প্রোডাকশন ম্যানেজার। ছবির ব্যাপারে তিনি বলেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠ দেবেন জয়া আহসান। অতিথি শিল্পী হিসেবে আছেন ফারুকী। আরও আছেন তানযীর তুহীন, গাউসুল আলম শাওন, সামির আহসান, অনিক খান, শাওন।
ওয়াহিদ ইবনে রেজা বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। মুক্তিযুদ্ধকালে তার বাস্তব কিছু ঘটনাকে এ ছবিতে তুলে এনেছি। সেই সময় পাকহানাদার বাহিনী থেকে কীভাবে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে রেজাউল করিম যোগদান করেছিলেন সেটিই এ ছবির মূল গল্প।
২০২০ সালের মার্চ মাসে মুক্তি পাবে ‘সারভাইভিং ৭১’ ছবিটি । গত ২৫ মার্চ এর টিজার অবমুক্ত হয়েছে।