আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ের ইউএনও শাহীনুর ইসলামকে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাহীনুর ইসলামকে এমপি লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাব, কর্মকর্তা ও কর্মচারী পরিষদ, উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরাম এবং সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বি এম রুহুল আমিন রিমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব তালুকদার, উপজেলা প্রকৌশলী আলী হায়দার খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তা এবং উপজেলা কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও তার সহধর্মীনি অধ্যাপক ড. শিরিন বেগম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের পক্ষ থেকে বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল হক, শম্ভুপুরা ইউপির চেয়ারম্যান আব্দুর রউফ, পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউপির চেয়ারম্যান হামীম শিকদার শীপলু, বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সনমান্দী ইউপির চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউপির চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।