সোনারগাঁয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন ধর্ষিতার মা।৷ পরে এ মামলায় অভিযুক্ত শাহ্জাহান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ ও এলাকাবাসীরা জানান, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা হোসেনপুর গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে পার্শ্ববতী সবজি ব্যবসায়ী শাহজাহান মিয়া (৫০) পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঐ ছাত্রী বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যকে জানায়। ঐদিন রাতে এ ঘটনায় এলাকার লোকজন একটি বিচার বৈঠকে বসে মিমাংসার চেষ্টা করে। পরে এলাকার লোকজন বিষয়টি মিমাংসার আশ্বাস দিলে ধর্ষিতার পরিবার মামলা করা থেকে বিরত থাকে। কিন্তু এলাকায় কোন বিচার না পেয়ে শনিবার (২১ সেপ্টম্বর) বিকালে ওই ধর্ষিতার মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন৷ পরে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়৷
সোনারগাঁও থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় মেয়ের মা বাদী হয়ে মামলা করেছে। মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।