আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ডাকাতসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক:  সোনারগাঁও উপজেলার ছোট শিলমান্দি এলাকায় ক্যানটেকী গার্মেন্টসের সামনে ২৯ ডিসেম্বর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- সোনারগাঁ থানার বাড়ী মজলিস এলাকার দুলালের ছেলে রুহান (১৮), মনির হোসেনের ছেলে মিজান(১৮), মেঘনা থানার মো. রানা(২২)। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায় সময় ডাকাতির প্রস্তুতি নেয় একদল সংঘবদ্ধ ডাকাত দল।তাদের আটকের জন্য আমাদের থানা পুলিশ নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সোনারগাঁ থানার সোনাপুর এলাকার রমিজ উদ্দিনের ছেলে সিআর গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ ডালিম (২৫) কে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে ।