আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁও পৌরসভায় ডাকাত আতংকে রাত জেগে পাহারা

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁও পৌরসভার হাতকোপা, দত্তপাড়া, গোবিন্দপুর, দিঘীরপাড়,ইছাপাড়া, দৈলেরবাগ, বাগমুছা, খাগুটিয়া, কৃষ্ণনগর, লাহাপাড়া, ষোলপাড়া, চিলারবাগ, পানাম ও অর্জুন্দীসহ প্রায় ২০ গ্রামে ডাকাত আতংক বিরাজ করছে। স্থানীয় কৃষ্ণনগর গ্রামে এক প্রবাসীর বাড়িসহ ২ বাড়িতে ডাকাতি, দত্তপাড়া গ্রামে ডাকাতি করতে ব্যর্থ হয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও ৫ বাড়িতে ডাকাতদের চিঠি পাঠানোর কারণে এ ডাকাত আতংক বিরাজ করছে। এ ঘটনার পর থেকে ওই গ্রামগুলোতে রাত জেগে এলাকাবাসী দলবেধে লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভার কৃষ্ণনগর গ্রামে বসবাসরত ব্যবসায়ী আব্দুল কাদির ও কুয়েত প্রবাসী ইয়ার মোহাম্মদের বাড়িতে সম্প্রতি ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনার পর ডাকাতদল দত্তপাড়া গ্রামের নজরুল ইসলাম বাচ্চু’র বাড়িতে ডাকাতি করতে ব্যার্থ হয়ে তাকে কুপিয়ে আহত করে। তাছাড়া ডাকাতদল কৃষ্ণনগর গ্রামে বসবাসরত সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন, ব্যবসায়ী আব্দুল কাদির, শামসুল হক ভূঁইয়া ও মোতালেব ভূঁইয়ার বাড়িতে ডাকাতি করবে বলে চিঠি পাঠায়।

এ ঘটনার পর থেকে পৌর এলাকার প্রায় ২০ গ্রামে ডাকাত আতংক শুরু হয়। ডাকাতি ঠেকাতে এলাকাবাসী প্রতিদিন রাত জেগে দলবেঁধে লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পাহারা দেওয়া শুরু করেছে। সোমবার রাতে সোনারগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল মিয়ার বাড়ীতে এক দল ডাকাত হানা দিলে এলাকাবাসী ধাওয়া দেয়। এসময় ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার পর থেকে পুরো পৌরবাসী ডাকাত আতংকে ভুগছে।

সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আমির হোসেন জানান, এলাকাবাসী রাত জেগে গ্রামে গ্রামে পাহাড়ার ব্যবস্থা করলেও বন্ধ হয়নি ডাকাত আতংক। ডাকাতদল একের পর এক বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংগঠিত করবে বলে চিঠি প্রেরন করছে।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, ডাকাতি রোধে সোনারগাঁ পৌরসভার বিভিন্ন গ্রামে স্থানীয়দেও উদ্যোগে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পুলিশী তৎপরতাও জোরদার করা হয়েছে। ডাকাতদলটি চিহিৃত ও ওই দলের সদস্যদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।