আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে ট্রলারডুবিতে নিহত ও আহতদের ক্ষতিপূরণের ঘোষণা দিলেন ইসি সচিব

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ট্রলার যোগে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় দুর্ঘটনার শিকার আহত প্রত্যেককে ইসির পক্ষ থেকে ২০ হাজার ও নিহতদের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলাল উদ্দিন আহমেদ।

তিনি আজ গেলেন ১ এপ্রিল সোমবার সন্ধ্যা সাতটায় উদ্ধার হওয়া আহতদের দেখতে গিয়ে এ কথা জানান। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া আহত ১২ জনের শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং সহানুভূতি জানান।

এ দুর্ঘটনা অত্যন্ত দু:খজনক হিেিসব উল্লেখ করে উপস্থিত সাংবাদিকদের ইসি সচিব বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। যে কোন সময়, যে কেউ এমন দুর্যোগের শিকার হতে পারেন। তবে আরো সতর্ক হলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কিছুটা এড়ানো যেতো বলে তিনি মনে করেন।

বিগত নির্বাচনে এখানে স্পিডবোটের ব্যবস্থা থাকলেও এ নির্বাচনে ট্রলারের ব্যবস্থা রাখা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। কোন অনিয়ম হলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার কথ্ওা জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ।

এসময় ইসি সচিবের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রাব্বি মিয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা খাতুনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

রোববার ৩১ মার্চ সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপালন শেষে দুইটি ট্রলার ও একটি স্পিড বোট নিয়ে ভোটের সামগ্রী সহ দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা সদরে ফিরছিলেন। রিতা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচনে চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে ছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ট্রলারটিতে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ও নারী আনসারসহ ১৯-২০ জনের মতো যাত্রী ছিলেন। প্রিজাইডিং অফিসার ইউসিবি ব্যাংকের কর্মকর্তা বোরহান উদ্দিন (৩৮) ও নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশের এটিএসআই মো. সেলিম (৪০) ও আনসার সদস্য রিতা আক্তার নিখোঁজ ছিল।

ঘটনার তেইশ ঘন্টা পর ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নারী আনসার সদস্য রিতা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করা হয়। ১ এপ্রিল সোমবার সকাল ছয়টায় মুন্সীগঞ্জের পাশের চরহোগলার কাছে ইসমানিরচর এলাকায় থেকে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে মুন্সীগঞ্জ কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহত রিতা আক্তার নরসিংদী জেলার মনহরদি উপজেলার বড়চাপা গ্রামের আবুল হানিফের মেয়ে। তিনি বরপা চেঙ্গইন এলাকায় থাকতেন।

এদিকে নিখোঁজদের উদ্ধারে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করে।বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চললেও পরে বৈরী আবহাওয়ার কারনে অভিযান সমাপ্ত করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মামুনুর রশিদ জানান, নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধার করতে ডুবুরিদল সকাল থেকেই ঘটনাস্থল সহ নদীর আশপাশের বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদেরকে উদ্ধার না করা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।