আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেলিম প্রধানের রিমান্ড আবেদন

সংবাদচর্চা রিপোর্ট:

গুলশান থানার মানি লন্ডারিং মামলায় অনলাইন ক্যাসিনোর  মূলহোতা সেলিম প্রধানসহ তিন জনের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছে সিআইডি। অপর আসামিরা হলো, রোমান ও আখতারুজ্জামান।

বুধবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ (পরিদর্শক) শহিদুল ইসলাম খান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ড শুনানির জন্য  আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক শেখ রকিবুল রহমান  এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) গুলশান থানার মাদক মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সেলিম প্রধানসহ তিনজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত সোমবার (৩০ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‍্যাব-১। তার বাসা থেকে টাকা মদ হরিণের চামড়া উদ্ধার করা হয়। পরে  ১ অক্টোবর বাড়িতে দু’টি হরিণের চামড়া রাখার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সেলিমকে ৬ মাসের কারাদণ্ড দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সেলিম প্রধানের বাড়ি রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকায়। তার বাবার নাম নান্নু মিয়া।

 

স্পন্সরেড আর্টিকেলঃ