আজ সোমবার, ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সেলিম ওসমান কী সাংবাদিকদের ভোট চাইতে বাধ্য করছেন?

সেলিম ওসমান কী

সেলিম ওসমান কীসংবাদর্চর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী একেএম সেলিম ওসমান তার পক্ষে ভোট না চাওয়ায় একটি মত বিনিময় সভায় মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের জেলার আহবায়ক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজের উপর জনসম্মুখে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় জেলার সাধারন মানুষ থেকে শুরু করে সুশীল সমাজের মধ্যে বইছে সমালোচনার ঝড়।
নারায়ণগঞ্জের প্রথম সারির সংবাদপত্র দৈনিক যুগের চিন্তার ৩য় লীডে বলা হয়েছে, ‘মুক্তিযোদ্ধা ও সন্তানদের সাথে মতবিনিময় সভায় সবুজের উপর সেলিম ওসমানের ক্ষোভ। সংবাদটিতে আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে এমপি সেলিম ওসমানের মতবিনিময় সভায় বক্তব্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলার আহবায়ক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধান সম্পাদক শরীফ উদ্দিন সবুজ এমপি সেলিম ওসমানের নাম বলেন নি। এ নিয়ে ওই সভায় ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এমপি সেলিম ওসমান। বিষয়টি শহরে ব্যাপক আলোচনা তৈরী করেছে। মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলার আহবায়ক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ মতবিনিময় সভায় তার বক্তব্যে বলেন, সময় সংক্ষিপ্ততার কারনে আমি কাউকে সম্বোধন করলাম না। তিনি আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও ভালো মানুষকে নির্বাচনে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, একটা সময় ছিল যখন মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতেন না। নিরাপত্তার অভাব ছিলো। কিন্তু বর্তমান সরকারের সময় মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ দেয়া হয়েছে। এসব কিছু বিবেচনায় আনা প্রয়োজন। এমপি সেলিম ওসমান তার বক্তব্যের শুরুতেই বলেন, বয়সের কারনে মুক্তিযোদ্ধাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমরা ভেবেছি সে জায়গাটা মুক্তিযোদ্ধাদের সন্তানরা পূরণ করবে।

কিন্তু আজকে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের যিনি আহবায়ক তার বক্তব্যে আমি হতাশ। তিনি প্রকৃত পরিস্থিতিকে পাশ কাটিয়ে বক্তব্য দিয়েছেন। এভাবে বক্তব্য রাখলে হবে না। নির্বাচনে মুক্তিযোদ্ধা প্রার্থীর পক্ষে দাড়াতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, ‘নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান চাইছেন আমি তার পক্ষে ভোট প্রার্থনা করি। কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমি কারো পক্ষে ভোট চাইতে পারি না।’

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। আমাকে মাফ করবেন।’

স্পন্সরেড আর্টিকেলঃ