আজ রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেলিম ওসমানের আশঙ্কা

সংবাদচর্চা রিপোর্ট:
সেলিম ওসমান বলেন, করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে চীন থেকে পরে তা বিশ্বব্যাপী ছড়িয়েছে। যার ফলে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এটি বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে। ভাইরাসের কারনে অনেক দেশে আমদানী রপ্তানি বন্ধ করে দিয়েছে। যার ফলে বাংলাদেশের বড় অর্থনৈতিক খাত গার্মেন্টস সেক্টর, ফরেন রেমিটেন্স এবং ওষুধ শিল্পে ব্যাপক প্রভাব পড়েছে। হয়তো তা আরো ব্যাপক আকার ধারন করতে পারে। হয়তো আমরা রোগে আক্রান্ত হবো না। কিন্তু যেহেতু বিশ্বের ১০৩টি দেশে আমদানী রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। সেহেতু বিশ্ব বাজারে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। বুধবার দুপুরে বন্দর উপজেলা প্রশাসনের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও শুক্লা সরকার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- বন্দর উপজেলার চেয়ারম্যান এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ভাইস চেয়ারম্যান ছালিমা বেগম শান্তা, বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ক.ম নুরুল আমিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ