আজ বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কে কার প্রতিপক্ষ

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে

সংবাদচর্চা রিপোর্ট:

রাশিয়া বিশ্বকাপ ৩২টি দল নিয়ে শুরু হয়েছিল । ইতিমধ্যেই বিদায় নিয়ে ফেলেছে মোট ২৪টি দল। এখন বাকি রয়েছে মাত্র আটটি দল। আগামী ৬ জুলাই থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে এই আটটি দল। আসুন দেখে নেই, শেষ আটের লড়াইয়ে কোন দল কার বিপক্ষে খেলবে।

৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ৮টায় নিঝনি নভগোরদ স্টেডিয়ামে ফ্রান্স খেলবে উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল চলে যাবে সেমিফাইনালে। একই দিন রাত ১২টায় কাজান অ্যারেনায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে চমক জাগানিয়া দল –বেলজিয়াম। সেমিফাইনালে এই ম্যাচের জয়ী দল খেলবে ফ্রান্স-উরুগুয়ে ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে।সেমিফাইনালে ওঠার লড়াইয়ে

পরদিন, ৭ জুলাই, রাত ৮টায় অল ইউরোপিয়ান লড়াইয়ে মুখোমুখি হবে সুইডেন-ইংল্যান্ড। ম্যাচটি হবে সামারা অ্যারেনায়। সেদিন রাত ১২টায় স্বাগতিক রাশিয়া নামবে ক্রোয়েশিয়া বিপক্ষে। ফিশ্ট স্টেডিয়াম হবে ম্যাচটি। এই ম্যাচটির জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে সুইডেন-ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের সময়সূচি:

তারিখ                 দল                      সময়                     ভেন্যু

৬ জুন      ফ্রান্স-উরুগুয়ে             রাত ৮টা     নভগোরদ স্টেডিয়াম

ব্রাজিল-বেলজিয়াম        রাত ১২টা      কাজান অ্যারেনা

৭ জুন    সুইডেন-ইংল্যান্ড         রাত ৮টা        সামারা এরেনা

রাশিয়া-ক্রোয়েশিয়া               রাত ১২টা          ফিশ্ট স্টেডিয়াম।

 

স্পন্সরেড আর্টিকেলঃ