আজ রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সেভেন মার্ডারে আমরা লজ্জিত হতাম: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, সেভেন মার্ডারের পরে নারায়ণগঞ্জ নিয়ে অনেক সমালোচনা হতো। আমরা তখন লজ্জিত হতাম। আমাদেরকে অনেকেই বলতো, এতগুলো মানুষ আপনারা মেরে ফেললেন! তখন নিজেকেও কেমন যেন দোষী দোষী মনে হতো। সেলিনা হায়াৎ আইভী যখন আবার নির্বাচনে দাঁড়ালো, সবাই যখন তাকে নির্বাচিত করলো, তখন মনে করলাম নারায়ণগঞ্জে আবার সেই সুদিন ফিরে আসবে। নারায়ণগঞ্জে একসময় প্রাচ্যের ডান্ডি বলা হতো, তিনি নির্বাচিত হওয়ার পর আস্তে আস্তে সে সুনামটা আমরা ফিরে পাচ্ছি।

তিনি বলেন, আইভীর জনপ্রিয়তা শুধু শহরে নয়, পুরো নারায়ণগঞ্জে তার জনপ্রিয়তা রয়েছে ৷ নারীর ক্ষমতায়নে নারায়ণগঞ্জ দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের একমাত্র সিটি মেয়র নারায়ণগঞ্জে।

রোববার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে নগর ভবনে নাসিকের বাজেট ঘোষণাকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন । নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১৯-২০২০ অর্থ বছরে ৮‘শ ৭০ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭৬ টাকার বাজেট ঘোষণা  করা হয়েছে।

গোলাম দস্তগীর গাজী বলেন, আমি যখন ১৯৭৭ সালে ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হই তখন রাষ্ট্র ক্ষমতায় সামরিক শাসক জিয়া। আমরা ৭ জন কাউন্সিলর ছিলাম। জিয়া আমাকে বলেছিলো তার দলে যোগ দিতে আমি দেই নাই। বাকী ৬ জন কাউন্সিলর যোগ দিয়েছিলো। আমি জিয়া কে বলে দিয়েছিলাম আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি রাজাকারদের সাথে যাব না।

মন্ত্রী  বলেন, আমরা অনেকদিন ধরে আশা করছিলাম একটি ব্রিজের। ব্রিজ পাচ্ছি না। আজকে যখন সেলিনা হায়াৎ আইভী হাত দিয়েছেন, আমি বিশ্বাস করি মহিলারা কর্মঠ হয়, বিশ্বাস করি কিছুদিনের মধ্যে ব্রিজটা দৃশ্যমান হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে একসময় যে যানজট ছিলো, তখন নারায়ণগঞ্জে আসতে চাইলে আমাকে বলা হতো সারাদিনেও ফিরে আসা খুব মুশকিল। কিন্তু আজকে আমি যা দেখলাম, কি সুন্দর ভাবে আসলাম। কোনো যানজট নাই। হকারমুক্ত ফুটপাত কি সুন্দর একটা শহর। পরিস্কার পরিচ্ছন্ন একটা শহর দেখলাম যা ঢাকাতেও দেখি নাই। এটি সেলিনা হায়াৎ আইভী করেছেন এবং তাকে সহযোগিতা করেছেন আমাদের পুলিশ সুপারসহ পুরো পুলিশ প্রশাসন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ময়লা আবর্জনা একটি বড় সমস্যা। অনেক শহর আছে যেখানে ময়লা আবর্জনা ভর্তি। কিন্তু এই ময়লা নিয়ে যে প্ল্যান করেছেন আপনি (আইভী) তা প্রশংসনীয়। আপনি ময়লা আবর্জনা থেকে তেল বানানোর পরিকল্পনা করেছেন। আমরা যদি এর থেকে সত্যি তেল করতে পারি তাহলে ময়লাও পরিস্কার হবে এবং তেলও পাবো।

এসময়   উপস্থিত ছিলেন, নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এএফএম এহতেশামূল হক, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি হোসনে আরা বাবলী সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক, সাংষ্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।