আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শার্শায় সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১ আহত ৩

সেফটি ট্যাংকিতে

সেফটি ট্যাংকিতে

বেনাপোল প্রতিনিধি: শার্শায় সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে ইমন (২২) নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরও ৩জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। নিহত ইমন শার্শার সম্মন্ধকাটি গ্রামের কুতুব উদ্দিন এর ছেলে।

আহতদেরকে বুরুজ বাগান (শার্শা) স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হয়। তবে তার অবস্থা আশঙ্খাজনক বলে যশোরে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন,রাজ্জাকের ছেলে বিপ্লব(২৭) সোহরাবের ছেলে ওলি(৩০)।

এলাকাবাসী জানান, শার্শার দক্ষিন বুরুজ বাগান গ্রামের মাছ ব্যবসায়ী মকর আলীর বাড়িতে নব-নির্মিত সেফটি ট্যাংকির মধ্যে সেন্টারিংয়ের কাঠ-বাশ খুলতে রবিবার সকাল সাড়ে ৮টায় ৪জন শ্রমিক কাজ শুরু করে। সেফটি ট্যাংকির মুখ খুলেই তারা  সেখানে ঢোকে কিছু ক্ষন পরে গ্যাসে আক্রান্ত হয়ে ৪জন

আহত হয়ে পড়ে। বাড়ির মালিকের চিৎকারে আসে পাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে বুরুজ বাগান (শার্শা) স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রনি জানান, হাসপাতালে আনার আগেই ইমনের মৃত্যু হয়েছে। আহত দুই জনকে যশোরে পাঠানো হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ