আজ সোমবার, ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সেই মানিক রিমান্ডে

ফতুল্লার বি‌সিক থে‌কে ১ হাজার ১শ ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার মা‌নিক‌কে একদি‌নের রিমা‌ন্ডে নি‌য়ে‌ছে পু‌লিশ। সোমবার (২ মার্চ ) সকালে নারায়নগঞ্জের সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালত এ রিমান্ড মঞ্জুর ক‌রেন। রিমান্ডের আসামি মা‌নিক এনায়েত নগর ইউনিয়নের হরিহরপাড়া এলাকার জিন্নাত খানের ছেলে ।

প্রসঙ্গত ২৫ ফেব্রুয়ারি থানার বিসিক এক নম্বর গেট থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১ হাজার ১শ ২০ পিস ইয়াবাসহ মানিক ও শাহিনকে আটক করে। পরে  পু‌লিশ মা‌নিক ও তার সহ‌যো‌গি শা‌হিন‌কে সাত দি‌নের রিমান্ড চে‌য়ে আদালত দাল‌তে আবেদন ক‌রে। শুনা‌নি শে‌ষে আদালত মা‌নি‌কের রিমান্ড মঞ্জুর কর‌লেও শা‌হিন‌কে জেল‌গে‌টে জিজ্ঞাসাবা‌দের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন। শা‌হিন একই এলাকার শাহজাহানের ছেলে।

স্পন্সরেড আর্টিকেলঃ