আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেই জীবন নেছা বয়স্কভাতার কার্ড পেলেন

সংবাদচর্চা রিপোর্ট : অবশেষে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের হতদরিদ্র ৭৮ বয়সী জীবন নেছাকে বয়স্কভাতার কার্ড পেয়েছেন। এতো দিন জীবন নেছা কার্ড বঞ্চিত ছিলো। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর উপজেলার প্রশাসনের টনক নড়ে। গত বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জীবন নেছাকে তার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে কার্ড প্রদান করেন বয়স্কভাতার কার্ড। শুধু তাই নয়, জীবন নেছার একমাত্র মেয়েকে সরকারী খরচে গর্ভকালীন সেবা, আর্থিক অনুদানসহ দুগ্ধসেবনকালীন ভাতার ও ব্যবস্থা করেন তিনি। এতে জীবন নেছার দীর্ঘদিনের কষ্ট দূর হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। জীবন নেছা জানান, আমার দুঃখ দূর করতে সাংবাদিক ভাইয়েরা এগিয়ে এসেছেন। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বলেন, রূপগঞ্জে সদ্য যোগদান করেছি। যে কোন অনিয়ম শুনলে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।