আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আল কোরআন সূরা আনফালের বাংলা অর্থ

সূরা আনফালের বাংলা অর্থ

সূরা আনফালের বাংলা অর্থ

সংবাদচর্চা ডট কম:

মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৫২. ফেরাউনের বংশ এবং তাদের পূর্ববর্তী লোকদের অবস্থার ন্যায়, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। ফলে আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করলেন, নিঃসন্দেহে আল্লাহ মহা শক্তিশালী, কঠিন শাস্তিদাতা।
৫৩. এর (শাস্তির) কারণ হল, আল্লাহ কোন জাতির উপর নেয়ামত দান করে সেই নেয়ামত তখন পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত সে জাতি নিজেদের অবস্থা পরিবর্তন না করে। নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী।

আল হাদিস
তোমাদের কি এমন কর্মের কথা জানাইব না, যাহা রোযা, দান ও সালাতের চেয়ে উৎকৃষ্ট? সে কর্ম হইতেছে পরস্পরের মধ্যে শান্তি স্থাপন; কারণ শত্রুতা ও বিদ্বেষ সকৃল পুরস্কারকে সমূলে উচ্ছেদ করে।
[ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত স্যার আব্দুল্লাহ সূহরাওয়ার্দীর ‘রাসুলুল্লাহ (সা.)-এর বাণী’ থেকে]