সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম সুস্থ আছেন। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে অফিসে কাজ করছেন। বৃহস্পতিবার বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (জেলা করোনা ফোকাল পার্সন) ডা.জাহিদুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন , সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ,পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কাজ করেছেন। স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন ও সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ । তাদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।