সংবাদচর্চা ডেস্ক: সুষ্ঠু নির্বাচনে সরকারের সৎ ইচ্ছার অভাব। সেনাবাহিনী সরকারে নির্দেশনার বাইরে কিছু করবে বলে মনে হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিল্পবি ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলার সাধারণ সম্পাদক আবু হাসান টিপু।
সংবাদচর্চা পত্রিকার উদ্যোগে `রাজনীতির চর্চা’ আলোচনায় অতিথী হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
আবু হাসান টিপু বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু হবার প্রধান অন্তরায় ক্ষমতাসীন সরকার। সেনাবাহিনী সরকারের সিদ্ধান্তের বাইরে কিছুই করবে না। এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। প্রধান বিরোধীদলসহ সকল দলকে মত প্রকাশে বাধা দিচ্ছে সরকার। উৎসবমূখর পরিবেশের জায়গায় আতঙ্ক বিরাজ করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কর্তৃত্ববাদ আদর্শের বিপরীত হচ্ছে বাম দলগুলো। এরমধ্যে বাংলাদেশের বিল্পবী ওয়ার্কার্স পার্টি সম্পূর্ণ ভিন্ন। সমাজতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়নে আমাদের আন্দোলন চলমান। সম্পদের ভারসাম্য হলে আজকে আমাদের দেশে এমন অরাজগতা হতো না।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধিনে এখন পর্যন্ত কোন সুষ্ঠু নির্বাচনের নজির নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই কমিশনের পরিবর্তনের দাবিতে আমরা কমিশন ঘেরাও কর্মসূচি দিয়ে পুলিশের মার খেয়েছি। উৎসবমূখর প্রচারণার স্থানে আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। নির্বাচনের প্রচারণায় সরকারী দলের বাইরে সকলেই নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের দলের প্রার্থীদের উপর একাধীক হামলা হয়েছে। পোস্টার লিফলেট বিতরনের সময় বাধা দিচ্ছে আওয়ামী লীগ ও তাদের দোশররা। আমাদের উচিৎ এ বাধা থেকে মুক্ত হওয়া তার জন্য প্রয়োজন সঠিক গণতন্ত্র। এবং গণতন্ত্রের জন্য দরকার সুষ্ঠু নির্বাচন।
আবু হাসান টিপু বলেন, আজকে আমরা দুই হাজার চৌদ্দ সালের পাচ জানুয়ারীর মত আরেকটি নির্বাচনের দিকে এগোচ্ছি। সকলে দল মতের উর্ধে উঠে নিজের অধিকার আদায় করার সময় এসেছে। প্রতিরোধ গড়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার।
চাষাড়া নবাব সলিমুল্লাহ সড়কে পত্রিকার কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানটি ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। সাংবাদিক খালিদ আল-আমিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে কথা বলেন আবু হাসান টিপু। সবশেষে তিনি সংবাদচর্চার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পত্রিকার মঙ্গল কামনা করেন।