আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে না’গঞ্জে আ’লীগ প্রার্থীদের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

বংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী পরিষদের আমিন-দুলাল প্যানেলের পক্ষে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রচারণা চালানো হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জেলা আদালত প্রাঙ্গণে সভাপতি প্রার্থী এড. এএম আমিন উদ্দিনের নেতৃত্বে গণসংযোগ করা হয়। এর আগে জেলা পিপি ওয়াজেদ আলী খোকনের কক্ষে মতবিনিময় সভা ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ এড. হোসনে আরা বেগম বাবলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, সাবেক সভাপতি এড. আব্দুর রশীদ ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা আদালতের পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি এড. মেরিনা বেগম, ব্যারিষ্টার ওমর ফারুক, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক এড. মমতাজউদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক আপ্যায়ন সম্পাদক এড. মোহাম্মদ মোমেন প্রমুখ।