আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটের পথে সাবেক পধানমন্ত্রী খালেদা জিয়া

সিলেটের পথে

সিলেটের পথে সাবেক পধানমন্ত্রী খালেদা জিয়াসিলেটের পথে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে ঢাকা হতে রওনা দিয়ে নারায়নগঞ্জের রূপগঞ্জ পারি দিয়ে এখন সিলেটের পথে রয়েছে।

বিএনপি প্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা। দলের কিছু নেতা এরইমধ্যে সিলেটে পৌঁছে গেছেন।

বিকাল ৩টার দিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিলেটে পৌছার কথা রয়েছে।সিলেটে খালেদার সফরকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে।

গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে সিলেট বিএনপির নেতারা জানান, খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিলেট জেলার প্রবেশপথ শেরপুর থেকে সড়কের দুই পাশে জড়ো হবেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে সিলেট শহরে পৌঁছতে প্রায় ৫০ কিলোমিটার সড়কের দুই পাশেই থাকবেন দলটির নেতাকর্মীরা। তারা বেগম জিয়াকে হাত নেড়ে স্বাগত জানাবেন।

জানা গেছে, সিলেট যাত্রাপথে খালেদা জিয়া  নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার পাশ দিয়েই যাবেন। স্থানে-স্থানে তাকে অভিনন্দন জানাতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। প্রত্যেক স্থানে বক্তব্য না দিলেও হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন তিনি। ধীর গতিতে চলবে তার গাড়িবহর।

বিকেলে সিলেট পৌঁছে মাজার জিয়ারত শেষে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন তিনি। আগামীকাল সকালে তিনি সড়কপথেই ঢাকায় ফিরে যাবেন।

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ