আজ রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরিয়ায় আইএসের ঘাঁটি থেকে ইসরায়েলি অস্ত্র উদ্ধার

সিরিয়ায়

সিরিয়ায় আইএসের ঘাঁটি থেকে ইসরায়েলি অস্ত্র উদ্ধার
সিরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার দেইর আয-যৌর প্রদেশে আইএসের ঘাঁটি থেকে ইসরায়েলের তৈরি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রদেশটির তিনটি ঘাঁটি থেকে গত শুক্রবার ইসরাইলের তৈরি স্থল মাইন, বিস্ফোরক ও বিষাক্ত রাসায়নিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইএস সদস্যরা পালানোর সময় এসব ফেলে গেছে। সিরিয়ায় আইএসের আস্তানা থেকে এর আগেও ইসরাইলি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার এক সেনা কর্মকর্তা বলেন, এসব অস্ত্রই প্রমাণ করে এ অঞ্চল ও বাইরের বিভিন্ন দেশ আইএসকে সরাসরি অস্ত্র দিচ্ছে। গত ১০ ডিসেম্বর সিরিয়ার সেনাবাহিনী আইএসের একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে ট্যাঙ্ক, সামরিক যান, স্থল মাইন, গাড়ি বোমাসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জামও ছিল। তার আগে গত ১৯ অক্টোবরও দেইর আয-যৌরের মায়াদিন শহর থেকে বিপুল পরিমাণ ইসরাইলি অস্ত্র উদ্ধার করে সিরিয়ার সেনাবাহিনী। সূত্র : পার্সটুডে।

স্পন্সরেড আর্টিকেলঃ