আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিপিডির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন

: নারায়নগঞ্জ শহরে দুর্যোগকালে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাসে দক্ষ জরুরী প্রতিক্রিয়া ব্যবস্থাপনার প্রস্তুতির লক্ষ্যে নগরভিত্তিক দূর্যোগ সহনশীলতা প্রকল্প ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত  হয়েছে ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড কার্যালয়ে (সিপিডির) আয়োজনে অনুষ্ঠিত হয় এ পরিচিতি সভা।

সেভ দ্য চিলড্রেন এবং কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট (সিপিডি) যৌথভাবে, ইউরোপিয়ান সিভিল প্রটেকশন এন্ড হিম্যানিটারিয়ান অপারেন্স (একো)-র আর্থিক সহযোগিতায় উক্ত সভাটি আয়োজন করা হয়।

পরিচিতি সভায় বক্তারা বলেন, নারায়নগঞ্জ জনবহুল শহর হওয়ায় অপরিকল্পিত জনবসতির কারণে ভূমিকম্প, আগুন, ভবন ধস, জলাবদ্ধতা ও বিপদজনক বর্জ্যরে মতো দুর্যোগে চরম ঝুঁকির আশঙ্কা রয়েছে।

দুর্যোগকালীন প্রস্তুতি বিপর্যের সময় প্রাণহানি ও জীবিকা রোধে মূখ্য ভূমিকা নিতে পারে। দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে বাসিন্দারের সক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। যদি তাদের সক্ষমতা বৃদ্ধি করা হয় তবে ঝুঁকি হওয়ার সম্ভাবনাও হ্রাস পায় তা তারা পর্যবেক্ষন করেছেন।

তারা আরো বলেন, আমাদের দুর্যোগের কার্যকর ও দক্ষতার সাথে সাড়া দেওয়া, দক্ষ নগর স্বেচ্ছাসেবক তৈরী করা, নগর বিপর্য মোকাবেলায় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, তারা এ বিষয়ে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই অংশ নেওয়ার আহবান জানান।

নগরভিত্তিক দুর্যোগ সহনশীলতা প্রকল্পের সমন্বয়কারী মো: ফজলুল হকের সঞ্চালনায় ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাসিক ১০,১১,১২ নং ওয়ার্ডেও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মোছা: মিনারা বেগম, বিটিসিএল নাসিকের ফোনস) এর ব্যবস্থাপক নরেন্দ্রনাথ সরকার, নাসিকের তিতাস এর প্রকৌশলী নাজমুল ইসলাম, নাসিকের সহকারী পাম্প অপারেটর মোঃ জাকির হোসেন, পৌর সমাজকর্মী আবেদ আলী মুন্না, আনসার ও ওয়ার্ড নেত্রী রুমী, সিপিডির প্রকল্প সমন্বয়কারী (ঢাকা) মোঃ ফজলুল হক, অফিসার মনিটরিং ইভার্নাশন খান মোহাম্মদ মুজাহীদ ইবনে হাবীব সহ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ এবং অন্যান্য পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ঘোষনা করা হয়।

সর্বশেষ সংবাদ