নিজস্ব প্রতিবেদক :
প্রতিষ্ঠার ৫৫ বছর পর প্রথমবারের মতো সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সকল ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্চ্ছ্ছে। সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণোচ্ছল পদচারণায় মিলনমেলায় উৎসবে পরিণত হবে বিদ্যালয় প্রাঙ্গণ, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। আগামী ২৩ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠান হবে।
‘পুনর্মিলনী-২০১৭’ সফলভাবে বাস্তবায়নে দিনরাত কাজ করছেন আয়োজক কমিটি। বিদ্যালয় প্রাঙ্গণে চলছে সাজ-সজ্জার বিশাল কর্মযজ্ঞ।
সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত আবাসিক এলাকায় ১৯৬২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। প্রথম দিকে বিদ্যালয়ের নাম ছিল সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উচ্চ বিদ্যালয় পরবর্তিতে নাম পরিবর্তন করে রাখা হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জ। স্কুলের নাম পরিবর্তন হলেও সাবেক ছাত্র-ছাত্রীদের স্মৃতিতে কোন পরিবর্তন ঘটেনি। স্কুল জীবনে স্মৃতির টানে ‘পুনর্মিলনী-২০১৭’ এ রেজিস্টেশন করেছেন ২৫০০ জন সাবেক ছাত্র-ছাত্রী। যাদের মধ্যে বর্তমানে অনেকে সরকারী-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
‘পুনর্মিলনী-২০১৭’ এর আয়োজক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবীর বলেন, ‘সকল ব্যাচের ছাত্র-ছাত্রীদের অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা প্রতিষ্ঠার ৫৫ বছরে পুনর্মিলনী করতে যাচ্ছি। পুনর্মিলনীতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের থেকে। আমরা আশা করি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে। তিনি বলেন, ২৩ ডিসেম্বর আমাদের একটাই পরিচয় থাকবে তা হলো “আমরা বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী”।
পুনর্মিলনীর শুরুতে সকালে বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হবে। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে, পর্যায়ক্রমে থাকবে স্মরণিকার মোড়ক উন্মোচন, বিদ্যালয়ের প্রামাণ্য চিত্র প্রদর্শনী, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মিজান এন্ড ব্রাদার্স (ওয়ারফেজ) ব্র্যান্ড দলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাজিশিয়ান পি.সি. সাহা’র যাদু প্রদর্শনী।
পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আকতার হোসেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) মোঃ জহুরুল হক, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্মসচিব), আইএমইডি এবং পুনর্মিলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর কবীর।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া, সিদ্ধিরগঞ্জ ২১০ মে. ও তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন প্রমুখ।