সংবাদচর্চা রিপোর্ট:
নাসিক ৪ নং ওয়ার্ডের আটিগ্রাম সড়কটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়ে এলাকাবাসীর কাছে। সড়কের বিভিন্ন স্থানে ড্রেনের পানি জমে থাকায় চলাচলে সমস্যায় পড়তে হয়। ভাঙ্গা এই সড়কটি নতুন করে নির্মাণের ব্যাপারে কোন উদ্যোগ নেয়া হয়নি। একাধিকবার স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও তার কোন সুরাহা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ভাঙ্গা সড়কের বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে এলাকার একটি ব্র্যাক স্কুল তালা বন্ধ। রোগীসহ সাধারণ মানুষের কাদা মাখা সড়কে দুর্ভোগ প্রতিনিয়ত।
স্থানীয় সাবেক মেম্বার আলতাফ হোসেন বলেন, রাস্তাগুলো পৌরসভার আমলের ভাঙ্গা সড়কের চরম দুর্ভোগ হচ্ছে। ড্রেনও পৌরসভার আমলের। স্থানীয় দোকানী বলেন, র্দীঘদিন ধরে এলাকার সড়কটির বিষয়ে কাউন্সিলকে জানানো পর কিছুই করেনি। স্থানীয় এলাকাবাসীর দাবি, এলাকার পৌরসভার আমলে নির্মিত সড়ক ও ড্রেন এর কোন উন্নয়ন হয়নি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ত্বত্তাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম দৈনিক সংবাদচর্চাকে জানান, সড়কের বিষয়ে স্থানীয় কাউন্সিল অবহিত করলে সড়ক ও ড্রেনের নির্মান প্রকল্প নেয়া হবে।
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসানের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা করলেও তিনি ফোন ধরেনিন ।