আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ৫০ বছর পর সরকারি জমি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের পূর্বপাশে অন্তত ৩ কিলোমিটার এলাকায় ৫০ বছর ধরে সরকারি জায়গা দখল করে গড়ে তুলা বহুতল ভবন, মার্কেট, পেট্রোল পাম্প, চুনা কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট গুড়িয়ে দেয়া হয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধ ভাবে নির্মাণ করা ২৫টি বিলবোর্ড।
রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ ঢাকা জোনের স্ট্যাট অ্যান্ড ‘ল’ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে  অভিযান পরিচালিত হয়।
মাহাবুবুর রহমান ফারুকী জানান, নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করণে হাইকোর্টের ২৫ দফা নির্দেশনার ৩, ৪ ও ৫ তম দফা বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুনঃশিমরাইলে যুবকের লাশ উদ্ধার

এসময় উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী কাফি হোসেন, ফিরোজ আলম, সোলাইমান কবির রাজন, ইমরান আহাম্মেদ, হাবিবুর রহমান, সার্ভেয়ার সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, দেওয়ান মো: সোহাগসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ।

স্থানীয়রা জানায়, একশ্রেণির প্রভাবশালী লোকেরা ৫০ বছরের অধিক সময় ধরে সড়কের পাশে সরকারি জমি দখল করে বহুতল ভবন ও মার্কেট করে এতদিন ভাড়া বাণিজ্য করে আসছিলো।

টি.আই