সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড হাই স্কুলে ব্লাকমেইলিং করে ২০ জনেরও অধিক ছাত্রীদেরকে ৪ বছর ধরে যৌন হয়রানীসহ ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই শিক্ষকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকেলে ভুক্তভোগী এক ছাত্রীর পিতা ও র্যাব বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা দুটি দায়ের করেন। মামলায় স্কুলটির প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত আরিফুল ইসলামকে সহযোগিতা করার অপরাধে আসামি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত আরিফুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড হাই স্কুলের গণিত ও ইংরেজি শিক্ষক হিসেবে গত ৮ বছর যাবৎ কর্মরত ছিলেন। এই আট বছরে বিভিন্ন কৌশল ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে বিশেরও অধিক ছাত্রীকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকান্ড জানার পরও সেসব বিষয় ধামাচাপা দিয়ে তাকে সহযোগিতা করার অভিযোগ স্কুলটির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৮ জুন) তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এর আগে বিক্ষুব্দ অভিভাবক ও এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়।