আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে হত্যা সন্দেহে আটক ৪


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে রেজীয়া (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ ডিসেম্বর) ভোর ৩ টায় মুক্তিনগর এলাকার আলী বুড়ার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নিহত রেজীয়ার মেয়ে নাজমা, নাজমার স্বামী আলম, নাজমার মেয়ে ফারিয়া আক্তার মিতু এবং নাজমার ছেলে আলামিন।
নিহত রেজীয়া কিশোরগঞ্জের কটিয়াদি থানাধীন গইচ্ছা গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী। সে মুক্তিনগর এলাকায় মেয়ের জামাই কার্টুন ব্যবসায়ী আলমের ভাড়া বাসায় মেয়ে,মেয়ে জামাই, নাতী সহ থাকতেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের ৪ জনকে আটক করা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের গলা এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্তাধীন আছে।

সর্বশেষ সংবাদ