সংবাদচর্চা রিপোর্ট: চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহি বাস মনোহরদী পরিবহনের ধাক্কায় হাছান (৩০) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানাড়পার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ গাড়িসহ চালককে আটক করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম জানান, নিহত অটোরিক্সা চালক অন্য একটি রিক্সার যাত্রী হয়ে পিডিকে পাম্পের টার্নিং দিয়ে সানারপাড় স্টান্ডে আসছিল। এসময় ঢাকা থেকে মনোহরদীগামী একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্টো ব-১২-৩৭৩) রিক্সাটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হয় হাছান। আশেপাশের লোকজন ঘাতক গাড়িটিকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ চালক তানিমকে গ্রেফতার করে।
নিহত হাছানের পিতার নাম গিয়াসউদ্দিন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বুড়িংচর এলাকায়। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় জনৈক হোসেনের বাড়ির ভাড়াটিয়া।