আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে ডাইং শ্রমিকদের বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট

বিনা নোটিশে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে সিদ্ধিরগঞ্জের বেবিলন নীট কম্পোজিটের শ্রমিকরা।

সোমবার ১৫ই ফেব্রুয়ারি বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।  

আন্দোলনরত শ্রমিকরা জানায়, আমরা সকালে কাজ করছিলাম তখনই হঠাৎ ডিপিডিসির লোক এসে কোন কথা না বলেই কারখানার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। এতে করে আমাদের কাজের অনেক ব্যাঘাত ঘটে এবং এতে ডাইং মেশিনের একটি কাপড় যদি নষ্ট হয়ে যায়।  তাহলে আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে যাবে।

পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মনিরুল ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। তিনি উপস্থিত ডিপিডিসির কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।

এই ব্যাপারে ওই প্রতিষ্ঠানের জিএম শাহ জালাল ফারুক জানান, আমাদের যদি কোন বকেয়া থাকতো তাহলে তারা এসে আমাদের সাথে কথা বলতো বিলের কাগজ চাইতো। কিন্তু হঠাৎ করে আজ সকাল ১০ টার দিকে ডিপিডিসির লোক এসে ডাইংয়ের বিদ্যু লাইন বিচ্ছিন্ন করে দেয়।

তিনি বলেন, আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ করা আছে তারপরও তারা আমাদের লাইন কেন বিচ্ছিন্ন করলো? তাদেরকে এই বিচ্ছিন্ন করার কারন জানতে চাইলে তারা কারখানার শ্রমিক ও স্টাফদের সাথেও অনেক খারাপ ব্যবহার করে।

সর্বশেষ সংবাদ