আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের নিরাপত্তা প্রহরির লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে সোনালী ব্যাংক

সিদ্ধিরগঞ্জে সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে হত্যার পর লাশ ফেলে গেছে অজ্ঞাত দুর্বৃত্বরা। বুধবার বেলা সাড়ে ১০ টায় ঢাকামুখী একটি মাইক্রোবাসে থেকে লাশটি ফেলে যায় দুর্বৃত্বরা। নিহত ওই ব্যক্তির নাম আঃ মান্নান (৫২)।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রত্যক্ষ্য দর্শিদের বরাত দিয়ে জানায়, বুধবার বেলা সাড়ে ১০টায় ঢাকামুখী একটি মাইক্রোবাস থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক স্যামস ফিলিং ষ্টেশনের পাশে লাশটি ফেলে যায়। সাথে একটি কালো রঙের ব্যাগও ফেলে যায়। তার সাথে থাকা একটি পরিচয়পত্র থেকে জানা যায় সে সেনালী ব্যাংক প্রধান কর্যালয়ের নিরাপত্তা প্রহরির দায়িত্বে কর্মরত ছিলেন। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আঃ মান্নান কুমিল্লার বড়ুরা থানার কিশানপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে বলে জানা যায়। নিহত আঃ মান্নানের চোখ সাদা রঙের টেপ দিয়ে মোড়ানো ছিলো এবং চোখে কালো সানগ্লাস ছিলো।

এদিকে ঘটনার বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে গেলে তার মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ-ক সার্কেলের অতিঃ পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দকী জানান, আঃ মান্নান নামে ব্যাক্তিকে হত্যার পর লাশ ফেলে গেছে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায়। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। বিভিন্ন স্থানে লাগানো সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করছি। এ বিষয়ে পরে আমরা বিস্তারিত জানাতে পারবো।