আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টায় আসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জে শিশুকে(৮) ধর্ষণ চেষ্টার ঘটনায় আলমাস গেফতার। গত বৃহস্পতিবার রাতে শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে শনিবার ১২ ডিসেম্বর সকালে থানার এসও মন্ডালপাড়া এলাকা থেকে ধৃত আসলামকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজন রঞ্জন তালুকদার বলেন, এসও মন্ডলপাড়া এলাকায় আলমাস একটি মুদির দোকান আছে। সে তার প্রতিবেশির শিশু সন্তানকে বিভিন্ন ভাবে অশ্লীল দৃষ্টিভঙ্গী করতো। তাছাড়া একই বাসার বাড়াটিয়া তারা। ঐ শিশুর বাবা-মা উভয়ে কর্মজীবী হওয়ায় গত বৃহস্পতিবার রাতে একা পেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে সকালে অভিযান চালিয়ে আলমাসকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধৃত আলমাসকে আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত আসলাম(৬৩) থানার মন্ডলপাড়া এলাকার নওফেলের ছেলে ।