সিদ্ধিরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে র্যাব অভিযান চালিয়ে রোগী দেখার সময় ফাহামিদা আলম নামে এক ভুয়া নারী ডাক্তারকে আটক করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১১টায় কদমতলীপুল এলাকায় অবস্থিত এম জেনারেল হাসপাতালে অভিযান চালায় ওই ভুয়া নারী ডাক্তারকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামের পাশে পদবীর ডিগ্রী হিসেবে লেখা ‘এমবিবিএস, এফসিপিএস’। নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয়েই দিনে পর দিন সে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল।
সে ডাক্তার পরিচয় দিলেও দেখাতে পারেনি কোন সনদপত্র। তিনি যে হাসপাতালে বসেন সেই হাসপাতালেরও নেই প্রয়োজনীয় কোন নথিপত্র।
পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফাহমিদা আলমকে ৬ মাসের কারাদন্ড ও একই সাথে এম হোসেন জেনারেল হাসপাতালকে সিলগালা করা হয়।