আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবীতে ইউসুফ আলী মাসুদ নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।  শনিবার সকাল ১২ টার সময় আদমজী কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে।

গত ২৫ শে আগস্ট সেলিম মজুমদার সহ অজ্ঞাত কয়েকজনের নামে সিদ্ধিরগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেন ইফতেখার আলী রাজু।  শনিবার উক্ত সন্ত্রাসীরা সেলিম মজুমদারের নেতৃত্বে কদমতলীতে আদমজী রেমি হোল্ডিং এর খাবার লুটপাটে খবর পেয়ে ব্যবসায়ী মাসুদ ঘটনাস্থলে আসলে অতর্কিত হামলা চালিয়ে মাসুদ সহ চার জনকে গুরুতর আহত করে এবং ঢাকা মেট্রো গ ৩৭-৭৪৬৬ নাম্বারের গাড়ীটি ভাংচুর করে।

আহতরা হলেন, শাহীন, মাসুদ, রাজু, বাবুল। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে সিদ্ধিরগঞ্জ থানা উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ইউসুফ আলী মাসুদ।

সর্বশেষ সংবাদ