আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিল পাচারকারী রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট:

ফেনসিডিল পাচারকালে সিদ্ধিরগঞ্জে আটক মাদক ব্যবসায়ী মোঃ নুর করিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে  নারায়ণগঞ্জের একটি আদালত। রবিবার ( ৯ ফেব্রুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাব্বুজামান রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত ,গত ৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ৪৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব -১১ । এসময় মোঃ নুর করিম(৪৭)’কে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে হলুদ রংয়ের একটি ট্রাক। আসামী মোঃ নুর করিম এর বাড়ী ফেনী জেলার সদর থানাধীন পূর্ব মধুপুর এলাকায়। মাদক ব্যবসা  তার একমাত্র পেশা।