নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩ এর সদস্যরা। শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৯৬ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক সরবরাহের কাজে ব্যবহ্ত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাবুল(২৭),রাতুল(৩৪), রাসেল মাদবর(৩০),রাকিব হাসান(২৮),ওমর ফারুক (৩২),সোলায়মান (৩৫),ফরহাদ খান(২৮) ও মোঃ অয়ন(১৮)। র্যাব-৩’র একটি আভিযানিক দল আসামিদেরকে গ্রেফতারের পর শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) শরীফ আহমেদ জানান,বাবুল, রাতুল ও রাসেলকে ৮০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় এবং রাকিব, ওমর,সোলায়মান, ফরহাদ ও অয়নকে ৯৬ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজাসহ আটক করে র্যাব। আসামিদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান তিনি।