সংবাদচর্চা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে আলোচিত সেই প্রতিবন্ধী ব্যক্তির দায়িত্ব নিয়েছেন নাসিক ১নং ওয়ার্ড যুবলীগ। ১৯’মে মঙ্গলবার রাতে ১নং ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে প্রতিবন্ধী ঐ ব্যক্তিকে আগামী ১৫ দিনের খাদ্য সামগ্রী বুঝিয়ে দেন যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া ঈদকে কেন্দ্র করে তার জন্য ঈদ উপহার সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে বলে জানানা ১নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন। ইতিমধ্যে অসহায় ও গরীবদের ঈদ সামগ্রী বিতরণের জন্য তালিকা তৈরী করা হচ্ছে উল্লেখ করে প্রতিবন্ধী ঐ ব্যক্তিকে টোকেন প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে সিদ্ধিরগঞ্জে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে বেশ আলোচিত হয় প্রতিবন্ধী এই ব্যক্তি। জানা যায়, তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিদ্দিক সরদারের ছেলে। সিদ্দিক সরদার বর্তমানে চট্টগ্রামে বসবাস করছেন। শারীরিক প্রতিবন্ধী সম্পন্ন তার এই ছেলেটি বিয়ে করে এখানেই রয়ে গেছেন। কিছুদিন আগে প্রতিবন্ধী ঐ ব্যক্তি স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে সরকারী ত্রাণ সামগ্রী চেয়েও পায়নি। পরে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করলে ব্যাপক আলোচনা পায় ব্যক্তিটি।
বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় ১নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা তার দায়িত্ব নিয়ে পাশে দাড়িয়েছেন। এ বিষয়ে ১নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন বলেন, প্রতিবন্ধী ছেলেটির সরকারী ত্রাণ না পাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। সরকারী ত্রাণ যারা প্রকৃতপক্ষে হকদার, তারাই বঞ্চিত হচ্ছে। তাই ঐ ছেলেটির দায়িত্ব নিয়ে আগামী ১৫ দিনের খাদ্য সামগ্রী হাতে তুলে দিয়েছি। আগামীতেও আমরা তার পাশে থাকবো। তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের।
আগামী ১৫ দিনের খাদ্য সামগ্রী প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন, যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সাখায়েত হোসেন (সাকু), যুবলীগ নেতা মোঃ কাশেম মিয়া, মোঃ আব্দুল সাত্তার, মোঃ আরাফাত রহমান বাবু, মোঃ মিলন আহাম্মেদ সহ পারভেজ, ইমন, বিল্লাল, সোহান, মহসিন, রুবেল প্রমূখ।